১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার
টপ হেডলাইন
🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলা🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল🔴মাজার ফাইনাল🔴উপজাতীরা কি আদিবাসী?🔴শায়খ আহমাদুল্লাহ🔴ইরান : দ্বিমুখী চরিত্রের এক দেশ🔴ডিজিটাল চোর জুনায়েদ আহমদ পলক🔴রাষ্ট্রপতির কাছে নেই হাসিনার পদত্যাগপত্র🔴খালেদ মাশাল🔴হারদ্বীপ সিং নিজ্জার🔴ওমান একটি শীর্ষ বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে,🔴ভারতের আগরতলায় রাজনৈতিক সমাবেশের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ

লেবাননে প্রথমদিনেই নিহত 36 ইসরাইলি সৈন্য

লেবাননে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের প্রথম দিনেই হিজবুল্লাহর কাছে চরমভাবে নাস্তানাবুদ হয়েছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ লেবাননের সীমান্ত পেরিয়ে ইসরাইলী সৈন্যরা ভিতরে প্রবেশের পরপরই তাদের উপর ভয়াবহ আক্রমণ চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। খোদ ইসরাইলি বাহিনী তাদের আটজন কমান্ডো নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে। যদিও হতাহতের বাস্তব সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে হেলিকপ্টারে করে নিহত সৈন্যদের লাশ ফিরিয়ে নেয়ার একটি দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলদারদের অপেক্ষায় আগ থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে ওঁৎ পেতে ছিল। ইসরায়েলি সৈন্যরা সীমান্ত অতিক্রম করে ভেতরের দিকে এগিয়ে আসামাত্রই তাদের উপর এন্টি ট্যাংক মিসাইল, রকেট এবং মর্টার দিয়ে একযোগে হামলা চালানো হয়। লেবানন সীমান্তের অন্তত তিনটি জায়গায় প্রথম দিনের এই সম্মুখযুদ্ধে কমপক্ষে ৩৬ জন ইসরাইলি সৈন্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি, নিজেদের লজ্জা ঢাকতে নিহতের সংখ্যা কমিয়ে বলছে ইসরাইল।

হিজবুল্লাহকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননের `কাফর কিলার` উপকণ্ঠে হিজবুল্লাহ আগ থেকেই ইসরাইলে বাহিনীর জন্য ফাঁদ পেতে রেখেছিল। ইহুদী সেনারা সেখানে আসামাত্রই আগ থেকে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর ইহুদী সৈন্যরা যখন দিশেহারা হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে, তখন দূর থেকে তাদের উপর ভারী মেশিনগান দিয়ে হামলা চালানো হয়।
এছাড়া মারুন আল-রাস এলাকায় এন্টি ট্যাংক মিসাইল নিক্ষেপ করে তিনটি ইসরাইল মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে। এসব হামলায় অজস্র সৈন্য আহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
অপরদিকে ইরাক থেকে ইসলামিক রেসিস্ট্যান্স বাহিনীর নিক্ষেপ করা একটি ড্রোন হামলায় ইসরাইলের উত্তর সীমান্তে দুই সৈন্য নিহত হয়েছে। আইডিএফ এর তরফ থেকে তাদের ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া সেই হামলায় আরো ২১ সৈন্য আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

লেবাননে স্থল অভিযানের পরিণতি যে ভালো হবে না, সে ব্যাপারে সমর বিশ্লেষকগণ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানে স্থল অভিযান শুরুর নির্দেশ দেন। যার খেসারত দিতে গিয়ে এখন লেবাননের মাটিতে ইহুদী সৈন্যরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। ২০০৬ সালে ঠিক এই সীমান্ত পার হয়ে হামলা চালাতে গিয়েই ১৬৫ ইসরাইলি নিহত হয়েছিল। এবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এমতাবস্থায় এবারের প্রেক্ষাপটে ইসরাইলি সৈন্যরা যদি লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রাখে, তাহলে ২০০৬ সালে তাদের সাথে যা ঘটেছিল, তার চাইতেও খারাপ পরিণতি সম্মুখীন হওয়া সময়ের ব্যাপার মাত্র।

আরিফুর রহমান আযাদ
আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস

এ জাতীয় আরো খবর

লেবাননে প্রথমদিনেই নিহত 36 ইসরাইলি সৈন্য

লেবাননে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের প্রথম দিনেই হিজবুল্লাহর কাছে চরমভাবে নাস্তানাবুদ হয়েছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ লেবাননের সীমান্ত পেরিয়ে ইসরাইলী সৈন্যরা ভিতরে প্রবেশের পরপরই তাদের