১৭ শ্রাবণ, ১৪৩২
১ আগস্ট, ২০২৫ ১৭ শ্রাবণ, ১৪৩২ শুক্রবার
টপ হেডলাইন
🔴গাজার ধ্বংসে ইসরায়েলি ঠিকাদারদের লোভ—এক নির্মম বাস্তবতার মুখোমুখি মানবতা🔴ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি🔴ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?🔴আন্তর্জাতিক কূটনীতিতে পালাবদল: তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত যে ৫ দেশ🔴মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?🔴শান্তির জন্য রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, গাজার যুদ্ধ থামানোর আহ্বান🔴“পিআর পদ্ধতিই হবে ন্যায়ভিত্তিক শাসনের ভবিষ্যৎ: চরমোনাই পীর”🔴ট্রাম্পের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর: ইরানের জবাবে স্পষ্ট বার্তা🔴পেট্রোডলারে গড়া দানব: আমেরিকার উত্থানে আরবদের ভূমিকা🔴জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলাম🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল

ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীরব বিপ্লবের সূচনা হতে চলেছে। সময়ের এক সাহসী সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা বদলে দিতে এগিয়ে এসেছেন প্রযুক্তি জগতের মুগ্ধকর নাম ইলন মাস্ক। একসময়ের ঘনিষ্ঠ মিত্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে তিনি ঘোষণা দিয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের— “আমেরিকা পার্টি”— যার লক্ষ্য, প্রচলিত দুই দলের বিকল্প হিসেবে নতুন দিক দেখানো।
কিন্তু মাস্কের এই সাহসী উদ্যোগ নিয়ে ঠিক কতটা স্বস্তিতে আছেন ট্রাম্প? কিংবা আমেরিকার রাজনীতি কি সত্যিই প্রস্তুত এমন এক পরিবর্তনের জন্য? চলুন আজকের প্রতিবেদনে আমরা সেটাই জেনে আসি।

গত সপ্তাহান্তে টুইটারের নতুন রূপ এক্স-এ দেওয়া এক ঘোষণায় ইলন মাস্ক জানিয়ে দেন— তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে গঠন করছেন “আমেরিকা পার্টি”। মাস্কের ভাষায়, এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের মানুষের সামনে নতুন চিন্তা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি আধুনিক নেতৃত্ব দেওয়ার।

এই ঘোষণার পরপরই অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল, প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।” তিনি মনে করেন, নতুন দল গঠন করলে কেবল বিভ্রান্তিই বাড়বে।
তবে এখানে একটি প্রশ্ন থেকেই যায়— এই মন্তব্য কি কেবল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ, নাকি পুরনো এক মিত্রের বিদ্রোহে সৃষ্ট ব্যক্তিগত ক্ষোভ?

মাস্ক কিন্তু একদিনে রাজনীতিতে আসেননি। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে বিজয়ে সহায়তা করা থেকে শুরু করে, প্রশাসনে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের দপ্তর পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের নীতিনির্ধারণে মতবিরোধ দেখা দিলে মাস্ক নিজেই সেই দায়িত্ব থেকে সরে আসেন। এরপর থেকেই তাঁদের সম্পর্কে ফাটল স্পষ্ট হয়।

আর এই ফাটল আরও গভীর হয় গত শুক্রবার, যখন ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিতর্কিত বিল আইনে পরিণত করেন। এর তীব্র সমালোচনা করে মাস্ক পরদিনই ঘোষণা দেন তাঁর নতুন রাজনৈতিক দল গঠনের। অনেকের চোখে এটি ট্রাম্পের বিরুদ্ধে এক ঘরোয়া বিদ্রোহ, আবার অনেকের মতে— এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।

এমন অবস্থায় মার্কিন অর্থমন্ত্রীও মন্তব্য করেন— “মাস্ক যেন রাজনীতি বাদ দিয়ে ব্যবসায় মন দেন।” অথচ বাস্তবতা হলো, মাস্ক এমন এক সময়ে এসেছেন রাজনীতিতে, যখন জনগণ পুরনো রাজনৈতিক কাঠামো থেকে হাঁপিয়ে উঠেছে।

ইলন মাস্কের মতো একজন বৈশ্বিক চিন্তাবিদ যখন রাজনীতিতে নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলেন, তখন তা কেবল ব্যক্তি আক্রোশ নয়— বরং বৃহত্তর সম্ভাবনার ইঙ্গিত বহন করে। ট্রাম্পের হতাশা এবং সমালোচনা হয়তো এটিই প্রমাণ করে যে, ‘আমেরিকা পার্টি’ শুধু একটি নতুন দল নয়— এটি তার প্রতিষ্ঠাতার ব্যক্তিত্ব, দর্শন এবং পরিবর্তনের সাহসের প্রতিফলন।

ভবিষ্যতে এই দলের প্রভাব কতটা হতে পারে, তা সময় বলবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়— আমেরিকার রাজনীতিতে এক নতুন কণ্ঠস্বরের উত্থান ঘটেছে, যার প্রতিধ্বনি এখন থেকেই শোনা যাচ্ছে হোয়াইট হাউসের দেয়ালে।

তাহসান সিদ্দিক, এমবিএ টাইমস।

এ জাতীয় আরো খবর

ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীরব বিপ্লবের সূচনা হতে চলেছে। সময়ের এক সাহসী সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা বদলে দিতে এগিয়ে এসেছেন প্রযুক্তি জগতের মুগ্ধকর নাম ইলন মাস্ক।

সর্বশেষ সংবাদ