১৭ শ্রাবণ, ১৪৩২
১ আগস্ট, ২০২৫ ১৭ শ্রাবণ, ১৪৩২ শুক্রবার
টপ হেডলাইন
🔴গাজার ধ্বংসে ইসরায়েলি ঠিকাদারদের লোভ—এক নির্মম বাস্তবতার মুখোমুখি মানবতা🔴ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি🔴ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?🔴আন্তর্জাতিক কূটনীতিতে পালাবদল: তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত যে ৫ দেশ🔴মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?🔴শান্তির জন্য রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, গাজার যুদ্ধ থামানোর আহ্বান🔴“পিআর পদ্ধতিই হবে ন্যায়ভিত্তিক শাসনের ভবিষ্যৎ: চরমোনাই পীর”🔴ট্রাম্পের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর: ইরানের জবাবে স্পষ্ট বার্তা🔴পেট্রোডলারে গড়া দানব: আমেরিকার উত্থানে আরবদের ভূমিকা🔴জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলাম🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল

মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?

দেশে ইসলামী কিছু ঘটলেই অনেককে বলতে শোনা যায়, হায় হায়, দেশটা আফগান হয়ে গেল! ভাবখানা এমন যে আফগান হলে দেশটা গোল্লায় যাবে । দর্শক! আফগান হলে আসলেই কি বাংলাদেশ শেষ হয়ে যাবে ? নাকি আফগান হলে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে? বিস্তারিত জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনে।

আফগান নারীদের দিয়েই শুরু করা যাক। গত বছর পুরো আফগানিস্তানে মাত্র ৪ জন নারী ধর্ষিত হয়েছেন। প্রত্যেক ধর্ষককে ধরে শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে হত্যা করা হয়েছে । আপরদিকে বাংলাদেশে বছরে গড়ে ৫ হাজারেরও বেশী নারী ধর্ষনের শিকার হয়। এমনকি পৃথিবীর কথিত সভ্য দেশ যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৫ থেকে ৬ লাখেরও বেশি নারী ধর্ষণ বা সহিংষতার শিকার হন। ভারতে প্রতি ৩০ মিনিটে একটি করে ধর্ষণের মামলা হয়। আফগানে নারীদের জন্য আলাদা হাসপাতাল খোলা হয়েছে । যেখানে কেবল নারী ডাক্ততার ,নার্স , ও সেবিকার মাধ্যমে নারীদের চিকৎসা দেয়া হচ্ছে । যার কারণে পুরুষ ডাক্তারের সামনে নারীদের যে বিড়ম্বনা হত তা থেকে তারা নিরাপদ আছে । এমনকি আফগানী নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে । এতে নারীরা তাদের প্রতিভাগুলো প্রকাশ করারও সুযোগ পাচ্ছে।

এছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রেও আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। বিগত বছর সেদেশে ব্যক্তিগত দ্বন্দ্বে মাত্র ১০ জন মারা যান। আর বাংলাদেশের গত বছরের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ২৭৫০ জন ব্যক্তিগত বা পারিবারিক দ্বন্দ্বে নিহত হয়েছেন। গত বছর আফগানে ৯টি প্রদেশে আত্মহত্যা করেন ৬০ জন। আর বাংলাদেশে ২০২৩ সালে শুধু এক বছরেই ২০৪৪০ টি আত্মহত্যার ঘটনা ঘটে। দৈনিক হিসাবে এ দেশে আত্মহত্যাকারীর সংখ্যা ৫৬ জন।
বাংলাদেশে প্রতি মাসে ৬০০ থেকে ৮০০ চুরির মামলা দেয়া হয়। ছিনতাই এর জন্য বছরে ১,৭৮৫ টি মামলা দায়ের করা হয়েছে। সোনার বাংলায় ডাকাতির ঘটনা ঘটেছে ৪২৬টি। আপরদিকে আফগানে এসব অপরাধ শূন্যের কোটায় বলা যেতে পারে।
মুদ্রার মানের হিসাবে বাংলাদেশ তো বটেই, ভারতীয় রুপিকেও বহু আগে পেছনে ফেলে গেছে মোল্লাদের আফগানিস্তান।

এভাবেই ইসলামী ইমারত ক্ষমতা গ্রহণের মাত্র চার বছরে আফগানিস্তানকে পৃথিবীর অন্যতম নিরাপদ, স্থিতিশীল এবং সুখী দেশে পরিণত করেছে। যার ফলে বর্তমানে অনেকের জন্য আফগানিস্তান স্বপ্নের দেশে পরিণত হয়েছে। মোল্লাদের দেশের এমন বর্ণনা শুনে বহু মানুষ সেখানে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। অনেকে সারাজীবনের জন্য আফগানিস্তান চলে যেতে চাচ্ছেন। সম্প্রতি আফগান সম্পর্কিত ভাইরাল একটি পোষ্টে অনেক মানুষকে আফগান যাওয়ার আকাজ্ঞা ব্যক্ত করতে দেখা গেছে ।

বাংলাদেশে সর্ববৃহৎ পুলিশ বাহিনী এবং বিশাল সরকারি কর্মচারীর বহর আগাগোড়া ঘুষ ও অবৈধ অর্থ উপার্জনের সাথে যুক্ত। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী লুটপাট, চাঁদাবাজি এবং অন্যায় অপরাধের সাথে যুক্ত। কাজেই দেশটা আফগান হলে তাদেরই সবচেয়ে বড় সমস্যা। কারণ তাতে লুটপাট ও চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। একই সাথে শাহবাগী নাস্তিক্যবাদী গোষ্ঠীর মদ-গাজা সেবনের রাস্তা বন্ধ হয়ে যাবে। এ কারণেই তারা আফগানিস্তান হওয়াকে এত ভয় পায়। তবে দেশের আপামর তৌহিদি জনতার এখন হৃদয়ের প্রত্যাশা– যে বাংলাদেশ শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় আফগানিস্তানের মত হয়ে উঠুক, ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো খবর

মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?

দেশে ইসলামী কিছু ঘটলেই অনেককে বলতে শোনা যায়, হায় হায়, দেশটা আফগান হয়ে গেল! ভাবখানা এমন যে আফগান হলে দেশটা গোল্লায় যাবে । দর্শক! আফগান

সর্বশেষ সংবাদ