১৭ শ্রাবণ, ১৪৩২
১ আগস্ট, ২০২৫ ১৭ শ্রাবণ, ১৪৩২ শুক্রবার
টপ হেডলাইন
🔴গাজার ধ্বংসে ইসরায়েলি ঠিকাদারদের লোভ—এক নির্মম বাস্তবতার মুখোমুখি মানবতা🔴ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি🔴ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?🔴আন্তর্জাতিক কূটনীতিতে পালাবদল: তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত যে ৫ দেশ🔴মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?🔴শান্তির জন্য রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, গাজার যুদ্ধ থামানোর আহ্বান🔴“পিআর পদ্ধতিই হবে ন্যায়ভিত্তিক শাসনের ভবিষ্যৎ: চরমোনাই পীর”🔴ট্রাম্পের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর: ইরানের জবাবে স্পষ্ট বার্তা🔴পেট্রোডলারে গড়া দানব: আমেরিকার উত্থানে আরবদের ভূমিকা🔴জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলাম🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল

ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?

ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?

গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ‘স্থল অভিযান’ শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ৪৪০ সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনাসংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।
এ ছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ–সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হন।

ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরও বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি ৩২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে শুধু দুজন ‘অভিযান পরিচালনা–সংশ্লিষ্ট দুর্ঘটনায়’ নিহত হয়েছেন।
গাজায় ‘স্থল অভিযান’ চালাতে গিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি ৪৪০ সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদন বলা হয়েছে। তাঁদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনাসংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় এ বছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষভাগে ভেঙে পড়ে।
ইসরায়েলের আরও পাঁচ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণও রয়েছে।

এ ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে। তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ৮৮২ সেনা নিহত (স্থল অভিযানে নিহত ৪৪০ সেনাসহ) ও ৬ হাজার ৩২ সেনা আহত হয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, এ পর্যন্ত এই যুদ্ধে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই নারী ও শিশু।
গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার (জেনোসাইড) মামলা চলছে।

তাহসান সিদ্দিক, এমবিএ টাইমস।

এ জাতীয় আরো খবর

ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?

ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা? গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ