২০ শ্রাবণ, ১৪৩২
৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ, ১৪৩২ সোমবার
টপ হেডলাইন
🔴গাজার ধ্বংসে ইসরায়েলি ঠিকাদারদের লোভ—এক নির্মম বাস্তবতার মুখোমুখি মানবতা🔴ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি🔴ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?🔴আন্তর্জাতিক কূটনীতিতে পালাবদল: তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত যে ৫ দেশ🔴মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?🔴শান্তির জন্য রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, গাজার যুদ্ধ থামানোর আহ্বান🔴“পিআর পদ্ধতিই হবে ন্যায়ভিত্তিক শাসনের ভবিষ্যৎ: চরমোনাই পীর”🔴ট্রাম্পের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর: ইরানের জবাবে স্পষ্ট বার্তা🔴পেট্রোডলারে গড়া দানব: আমেরিকার উত্থানে আরবদের ভূমিকা🔴জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলাম🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল

লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!

জল, স্থল এবং সমুদ্রপথ— তিন দিক থেকে লেবাননে হামলার দ্বারপ্রান্তে রয়েছে ইহুদীবাদী ইসরাইল। কিন্তু তারা যদি লেবাননকে গাজার মত মনে করে, তাহলে চরম ভুল করবে। কারণ গাজা আর লেবানন দুই জায়গার স্ট্রাটেজি সম্পূর্ণ ভিন্নরকম। শুরুতেই আমরা দুটি জায়গার কৌশলগত পার্থক্য তুলে ধরছি।

গাজা অবরুদ্ধ একটি এলাকা, আর লেবানন স্বাধীন সার্বভৌম একটি দেশ।
গাজায় হামাস ছাড়া আর কেউ ছিল না। কিন্তু লেবাননে হিজবুল্লাহর পাশাপাশি শক্তিশালী নিয়মতান্ত্রিক সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী আছে।
হামাসের কাছে হালকা যুদ্ধাস্ত্র আর রকেট ছাড়া অন্য কিছু ছিল না। কিন্তু লেবানিজ আর্মির কাছে যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাংক, কামান ও চালকবিহীন ড্রোনসহ আধুনিক সমরাস্ত্র রয়েছে।
গাজা চতুর্দিক থেকে অবরুদ্ধ হওয়ায় হামাসের কাছে অস্ত্রসাহায্য আসার কোন উপায় ছিল না। কিন্তু লেবাননের সাথে তাদের মিত্র সিরিয়ার ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। যেখান দিয়ে ইরান ও সিরিয়া হিজবুল্লাহর জন্য সমস্ত অস্ত্র সরবরাহ করবে।
গাজা অবরুদ্ধ হওয়ার কারণে সেখানে বাহির থেকে কোন যোদ্ধা যোগ দিতে পারেনি। কিন্তু লেবানন-সিরিয়া সীমান্ত উন্মুক্ত থাকায় এদিক দিয়ে প্রয়োজন অনুসারে ইরান ও সিরিয়া অজস্র যোদ্ধাকে লেবাননে পাঠাতে পারবে।

সবমিলিয়ে গাজা আর লেবাননের মধ্যে এত পার্থক্য থাকা সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এমনকি ২০০৬ সালের পরিণতি ভুলে গিয়ে তারা স্থল অভিযানও শুরু করেছে। এদিকে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর ডেপুটি প্রধান অমুক জানিয়েছেন, ইসরাইলের স্থল অভিযান মোকাবেলার জন্য হিজবুল্লাহ এবং তার সহযোগী বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। এরপরেও ইসরাইল যদি লেবাননের মাটিতে পা রাখার দুঃসাহস করে তাহলে ২০০৬ সালের পরিণতি তাদের আবারো বরণ করতে হবে।

সমর বিশ্লেষকরা বলছেন, লেবানন-ইসরাইল স্থলযুদ্ধ শুরু হলে ইরান তাদের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদেরও ছদ্মবেশে লেবানন পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে থাকা ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গ্রুপগুলোও এই লড়াইয়ে যোদ দেবে। হিজবুল্লাহর সমর্থনে এই হাজার হাজার যোদ্ধা লেবাননে ঢুকে যদি মরণপণ আক্রমণ শুরু করে, তাহলে ইসরাইলকে আবারো ২০০৬ সালের পরিণতি বরণ করা লাগতে পারে।

উল্লেখ্য, ২০০৬ সালে ইসরাইল লেবাননে স্থল অভিযান চালাতে গেলে উভয় দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। লেবাননের পক্ষ থেকে হিজবুল্লাহ সেই যুদ্ধের নেতৃত্ব দেয়। হিজবুল্লাহর ছোড়া হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানে। সেই যুদ্ধে ১২১ জন সৈন্যসহ মোট ১৬৫ ইহুদীকে হিজবুল্লাহ হত্যা করেছিল।

এতকিছুর পরেও ইসরাইল যদি লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে তাদেরকে আবারো ২০০৬ সালের পরিণতি বরণ করা লাগতে পারে।

এ জাতীয় আরো খবর

লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!

জল, স্থল এবং সমুদ্রপথ— তিন দিক থেকে লেবাননে হামলার দ্বারপ্রান্তে রয়েছে ইহুদীবাদী ইসরাইল। কিন্তু তারা যদি লেবাননকে গাজার মত মনে করে, তাহলে চরম ভুল করবে।

সর্বশেষ সংবাদ