২০ শ্রাবণ, ১৪৩২
৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ, ১৪৩২ সোমবার
টপ হেডলাইন
🔴গাজার ধ্বংসে ইসরায়েলি ঠিকাদারদের লোভ—এক নির্মম বাস্তবতার মুখোমুখি মানবতা🔴ইলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের অস্বস্তি🔴ফিলিস্তিনিদের মারতে গিয়ে নিজেরাই মরছে—ইসরায়েলি সেনাদের দুর্ভাগ্য না ব্যর্থতা?🔴আন্তর্জাতিক কূটনীতিতে পালাবদল: তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত যে ৫ দেশ🔴মোল্লাদের শাসনে দুর্নীতি বন্ধ! কেন কাঁপছে বাংলাদেশের দুর্নীতিবাজরা?🔴শান্তির জন্য রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, গাজার যুদ্ধ থামানোর আহ্বান🔴“পিআর পদ্ধতিই হবে ন্যায়ভিত্তিক শাসনের ভবিষ্যৎ: চরমোনাই পীর”🔴ট্রাম্পের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর: ইরানের জবাবে স্পষ্ট বার্তা🔴পেট্রোডলারে গড়া দানব: আমেরিকার উত্থানে আরবদের ভূমিকা🔴জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ🔴৬ নং ক্লাস ২৫ অক্টোবর ২০২৪🔴মেয়র আতিকুল ইসলাম🔴🔴আজহারীকে হয়রানি করার পিছনে মালয়েশিয়ার তামিল পুলিশ?🔴ইসরাইলি সেনাঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা🔴মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা🔴ক্ষমতার গন্ধ পেতে না পেতেই শুরু হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি।🔴লেবাননকে গাজা ভাবলে ভুল করবে ইসরাইল!🔴মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ🔴ভারত : বাংলাদেশে বাঘ, অন্যদেশে বেড়াল

জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ

জোহরান মামদানি : মুসলিম এই ব্যক্তি এখন আমেরিকার রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় নাম। যেই আমেরিকা গাজায় গণহত্যা চালাচ্ছে যারা ইরানে হামলা চালিয়েছে সেই আমেরিকার প্রাণকেন্দ্র নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিবিদ ইতোমধ্যে দলীয় নির্বাচনে নিউ ইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী হিসেবে বিজয় হয়েছেন। তাকে কেন্দ্র করে নেওয়ার সিটির প্রতিটি এলাকায় চলছে ব্যাপক উচ্ছ্বাস আর উন্মাদনা।

জোহরানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্পষ্টভাষী। নিজের মুসলিম পরিচয় নিয়ে প্রকাশ্যে গর্ব করে থাকেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল নীতির কট্টর সমালোচক। এমনকি সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি বলেছেন, তিনি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউইয়র্ক আসে, তাহলে তাকে গ্রেফতার করা হবে। বর্তমান প্রেক্ষাপটে ইসরাইল সবচেয়ে বড় দোসর আমেরিকার হৃদপিণ্ডে বসে এমন কথা বলার কলিজা নিয়েই রাজনীতিতে এসেছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি।

স্মার্ট, স্পষ্টভাষী, মুসলিম পরিচয়ে গর্বিত আত্মবিশ্বাসে ভরপুর জোহরান মামদানি। শুধু মার্কিনীদের কাছেই নয়, নিউইয়র্কে যে লাখ লাখ বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, নেপালি এবং আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ঞাঙ্গ ভোটার রয়েছে, তাদের কাছেও প্রচণ্ড জনপ্রিয় তরুণ এই রাজনীতিক। তিনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, সে কারণে ভারতীয়, পাকিস্তানী এবং বাংলাদেশীদের সমর্থন পাবেন, যেহেতু আফ্রিকায় জন্ম, সে কারণে নিউইয়র্কে বাস করা কৃষ্ণাঙ্গদেরও ব্যাপক সমর্থন রয়েছে তার সঙ্গে। ইংরেজি, উর্দূ, হিন্দির পাশাপাশি তিনি বাংলাতে কথা বলেও মন জয় করে নিয়েছেন ভোটারদের।

সবমিলিয়ে আমেরিকার বর্তমান কুকর্ম এবং ইসরাইলের প্রতি নির্লজ্জ সমর্থন দেখে সবাই যখন হতাশ হয়ে পড়েছেন, সেই মুহুর্তে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানির এই উত্থান নতুন আশার প্রদীপ জ্বালিয়েছে। চুড়ান্ত ভোটে বিজয়ী হয়ে জোহরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা সকলের।

এ জাতীয় আরো খবর

জোহরান মামদানি : অন্ধকারে আলোর প্রদীপ

জোহরান মামদানি : মুসলিম এই ব্যক্তি এখন আমেরিকার রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় নাম। যেই আমেরিকা গাজায় গণহত্যা চালাচ্ছে যারা ইরানে হামলা চালিয়েছে সেই আমেরিকার প্রাণকেন্দ্র

সর্বশেষ সংবাদ