তিন সপ্তাহ বিরতির পর শনিবার (২৮ জুন) রাতে ইসরায়েলের তেল আবিব শহরের ‘হোস্টেজ স্কোয়ার’ ও ‘বেগিন রোড’ এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। গাজা যুদ্ধ বন্ধ ও বন্দি মুক্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির পক্ষে সোচ্চার হন।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে গাজায় চলমান আগ্রাসন কেবল রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় আটক থাকা প্রায় ৫০ জন ইসরায়েলিকে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি আন্তর্জাতিক মহলে আলোচনার সূত্রপাত হয়েছে যে, জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে এমন একটি চুক্তির চেষ্টা চলছে, যার মাধ্যমে গাজায় যুদ্ধ থামিয়ে বন্দি বিনিময়ের পথ খুলে দেওয়া সম্ভব হতে পারে। যদিও ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমার ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির চুক্তি হতে পারে।” তার এই মন্তব্যের পরই বিক্ষোভ নতুন মাত্রা পায়।
সমাবেশে জানুয়ারি-মার্চ মাসে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি সেনা লিরি আলবাগ একটি আবেগঘন ভাষণ দেন। প্রায় ২,০০০ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “গত দুই সপ্তাহে সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান। কিন্তু যারা গাজায় এখনও বন্দি, তাদের কথা যেন কেউ আর মনে রাখে না। আমাদের ভাই-বোনদের মুক্তি জাতীয় ও নৈতিক দায়িত্ব।”
তিনি সরাসরি নেতানিয়াহু ও ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “আপনারা ইরান নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এবার গাজা যুদ্ধ থামিয়ে বন্দিদের মুক্ত করার জন্যও তেমন একটি সাহসী সিদ্ধান্ত নিন। এটি আমাদের জাতীয় দায়িত্ব।”
এদিকে গাজার নীরিহ মুসলিমদের উপর ইসরাইলী বাহিনীর চালানো নির্মম নির্যাতন বন্ধ করে একটি শান্তিপূর্ন অবস্থা তৈরীর আহবান জানানো হয় মুসলিম বিশ্বের পক্ষ থেকে। সমর বিশ্লেষকরা মনে করছেন, এখনই সময় গাজার সকল যুদ্ধ কার্যক্রম বন্ধ করে গাজার বন্দীদেরকে ফিরিয়ে দেয়ার ও ইসরাইলী বন্দীরাও তাদের স্বজাতীর কাছে ফিরে যাওয়ার।
গাজা উপত্যকায় বছরজুড়ে চলমান এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি মুসলিম বিশ্বকেও গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। ইসলামের দৃষ্টিতে, নিরীহ মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষা ও যুদ্ধ থামিয়ে শান্তির পথে অগ্রসর হওয়া একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও মানবিক কর্তব্য
তাহসান সিদ্দিক, এমবিএ টাইমস।