রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “আনুপাতিক পদ্ধতির কোনও বিকল্প নেই। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে— জনগণ প্রকৃত পরিবর্তন ও ন্যায়ভিত্তিক শাসন চায়।”
তিনি বলেন, “ইসলামপন্থিদের ঐক্য নিয়ে দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গণ-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আগামী দিনে জোটবদ্ধ ইসলামি দলগুলোই হবে দেশের প্রধান রাজনৈতিক শক্তি। এই ঐক্য ও পিআর পদ্ধতির পক্ষে আজকের উপস্থিতি একটি স্পষ্ট বার্তা বহন করছে।”
মহাসমাবেশে তিনি আরও বলেন, “মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ কেউ দ্বিমত পোষণ করছে। কিন্তু সেই দ্বিমত শহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে। এই জাতিকে রক্ষা করতে হলে পিআর পদ্ধতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সংস্কারের বিকল্প নেই।”
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনও ক্ষমা নাই। দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে, যা প্রতিহত করতে ইসলামী আন্দোলন সর্বদা সচেষ্ট থাকবে।”
সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা হলো— ইসলামপন্থি শক্তির প্রতি ন্যায়সংগত সুযোগ ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আমরা চাই, সরকার অবিলম্বে সংস্কার, সুষ্ঠু বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করুক। ইসলামী আন্দোলন এ কাজে সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত।”
পারস্পরিক সহাবস্থানের নীতিতে বিশ্বাসী ইসলামী আন্দোলনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই, তবে কোনোরূপ আগ্রাসী আচরণ কখনোই মেনে নেওয়া হবে না।”
নারী অধিকার নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “নারীরা দেশের জনসংখ্যার অর্ধেক। ইসলামী আন্দোলন নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
মহাসমাবেশে অংশগ্রহণকারী লক্ষাধিক মানুষ ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি ঐক্য ও পিআর পদ্ধতির দাবিকে সমর্থন জানায়।
তাহসান সিদ্দিক, এমবিএ টাইমস।